জুলাইয়ের রাজপথ : তবু জেনো প্রতিবাদ করবোই

কবিতা জুলাইয়ের রাজপথ
 জুলাইয়ের রাজপথ : তবু জেনো প্রতিবাদ করবোই



তুমি বাগানের সব গোলাপ ধ্বংস করতেই পারো

 পিষে ফেলতে পারো পিটুনিয়ার কোমল পাপড়িগুলো

কোকিল তবু ডাকবেই, বসন্ত ফিরে আসবে জেনো,

 আমাকে খাঁচায় বন্দি করতেই পারো- 

পায়ে পরিয়ে দিতে পারো নিষেধের বিবিধ শৃঙ্খল,

 তুমি চাইলে মুখটা বেঁধে চারাখতেও পারো-

তবু জেনো প্রতিবাদ করবোই। 


চাইলে ইনকুইজিশনে অন্ধ করে দিতে পারো

 কেড়ে নিতে পারো বেঁচে থাকার ন্যূনতম অধিকার

আবু সাঈদের মতো আমাকেও হত্যা করতে পারো,

 ফিনিক্স পাখির মতো তবুও জেগে উঠবো-

 জেগে উঠবো জেনো বারবার,

জেনে রেখো আমি এক আগুনডানা পাখি-

স্ফুলিঙ্গের আদিম নিষাদ সন্তান।


ডিজিটাল নিরাপত্তা আইনে ভাষা কেড়ে নিয়েছো

 সম্ভ্রম কেড়ে নিয়েছো বোনদের

 কেড়ে নিয়েছো ভোট ও ভাতের অধিকার,

 জুলাইয়ের রাজপথ রক্তে ভিজিয়েছো-

 তোমার হাতে আজ রক্তের দাগ,

আমি ধিক্কার জানাই,

তোমার সিংহদুয়ারে আজ বিচার চাইতে আসিনি-

 ঘৃণা জানাতে এসেছি-শুধুই ঘৃণা,

এটাই হোক আমার প্রতিবাদ

কবিতা : জুলাইয়ের রাজপথ (প্রথম ০৩ লাইন অক্টাভিও পাজ-এর কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে)

পোস্ট ভিউঃ 18

আপনার মন্তব্য লিখুন