ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল

ব্লগ ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য
ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল

ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল

 

বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্বাভাবিক নিয়মে অবসরে যাওয়ার পর মনেহল ফেসবুকের কিছু প্রোফাইল তথ্য সংশোধন করা দরকার। কাজটা করার সময় ভুলবশত জন্মতারিখটা উম্মুক্ত থেকে যায় (ওটা এমনিতেই হাইড করা থাকতো) । আমার জন্ম তারিখ ০৫ ফেব্রুয়ারি ১৯৭১। যাহোক, ০৪ তারিখ মধ্যরাতের পর অর্থাৎ ০৫ ফেব্রুয়ারিতে পা দিতেই, ০০০০ আওয়ারে প্রথম ম্যাসেজটা পেলাম এবং এরপর আরও অনেকগুলো। তারপর গতকাল সারা দিনভর এবং আজও বেশকিছু শুভেচ্ছা বার্তা পেলাম। ছোট একটা ভুল, অথচ সেকারণে অনেকের বার্তা-ভালোবাসা পেয়ে অবশ্যই ভালো লেগেছে। এর আগে বরাবর যেটা হতো, বাচ্চাদের নিয়ে নিজেদের মত করে উদযাপন করতাম, আর সেটা তাদেরকে আনন্দ দেবার জন্য কেননা আমার কাছে Birthday is just a number, I want to live with experiences and wisdom, not by numbers.  

 

এবারও আমার দু’’বাচ্চা আমার অজান্তে হোম ডেলিভারিতে কেক এনেছে, সাজিয়েছে, ছেলে একটা বার্থ ডে কার্ড এঁকেছে। সবসময়ই তার আঁকার সাবজেক্ট হলো গাড়ি, কার্ডে তারই প্রতিফলন ঘটেছে। ওর কল্পনার জগৎ-এ প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির racing & crashing টাইপের ভয়াবহ ব্যাপার স্যাপার ঘটে থাকে।            

 

শুভেচ্ছা বার্তার সূত্রধরে পেশাগত জীবনের অনেকের সাথে অনেকদিন পর যোগাযোগ হলো। ১৯৯২/৯৩ সালে রংপুরে ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাদের সাথে চাকুরি করেছি তাদের মধ্যে কয়েকজন শুভেচ্ছা জানালেন। ২০০৩/৪ সালে রাজশাহী সেনানিবাসে কর্নেল রাব্বানী স্যারের অধীনে কোম্পানি কমান্ডার ছিলাম, স্যার আমাকে নিয়ে অনেক স্মৃতিচারণ করলেন, স্যার জানালেন তিনি আমার কবিতা পছন্দ করেন। বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির প্রাক্তন সামরিক সচিব মেজর জেনারেল শামিম স্যারের পিএস ছিলাম, স্যার ফোন করে শুভেচ্ছা জানালেন, কবিতা লেখালেখির খোঁজ-খবর নিলেন। বর্তমান কর্মস্থলের প্রোভিসি, ডিন এবং অন্যান্য সহকর্মীরা শুভেচ্ছা জানালেন। ডাইরেক্টর এডমিনিস্ট্রেশন কর্নেল নাজিম স্যার হঠাৎ আমার অফিসে কেক নিয়ে হাজির হলেন, ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ব্রাঞ্চ  ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা/উদ্যোক্তা আমার প্রিয়বন্ধু আরিফুল বারী পছন্দের লাঞ্চ আনালো, দু’’বন্ধুতে

Quiet Lunch করলাম। টেক্সাস প্রবাসী বান্ধবী চমন আলম ‘‘কেক ও কার্ড’’ পাঠিয়ে সারপ্রাইজ দিয়েছে। অভিজ্ঞতা বলে এসব বিষয়ে বন্ধুদের তুলনায় বান্ধবীরা বেশ উদার। তবে অভিনব উপায়ে সর্বশেষ সারপ্রাইজটা দিয়েছে আমার অনেক অনেক পছন্দের ইশা দাস্তগীর, সে কেক-মোমবাতিসহ আজ অফিসে এসে হাজির। অগত্যা আবারও কেক কাটতে হলো।             

 

ঢাকা কলকাতা মিলে আরও অনেকে, পৃথা দি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, ফোন করেছেন কেউকেউ। নিঃসন্দেহে খুব ভালো সময় কেটেছে। আলহামদুলিল্লাহ। সবার কাছে কৃতজ্ঞতা। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এবারই কী এরকম! এর আগে কেউ কী শুভেচ্ছা বার্তা পাঠায়নি? হুম, পাঠিয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের outlet, যেখান থেকে সচরাচর outfit কিনে থাকি তারা পাঠিয়েছেন। ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগ, বিশেষ করে যেসব ব্যাংকের কার্ড সারেন্ডার করেছি, তারা আমাকে ভালোবাসার কঠিন বন্ধনে জড়িয়ে রেখেছেন।  

 

সাঁঝের আলোয় গাড়িতে বসে City Lights দেখতে দেখতে বশির আহমেদ-এর কণ্ঠে ‘‘অন্তরঙ্গ’’ সিনেমার গানটার লিরিক্স মনে পড়লো: 

 

এই ভুলের সুধায় হৃদয় ভরে যাক না

ভুলের মায়া আঁখির পাতায় থাক না

ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল…… 



পোস্ট ভিউঃ 16

আপনার মন্তব্য লিখুন