চিরকুট- পনেরো
বইমেলা-২০২৩ এ প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ‘‘বসন্ত এসে ছুঁয়ে গেছে’’। এটা আমার সপ্তম কাব্যগ্রন্থ, তবে গল্প- উপন্যাস- ছড়া- কবিতা মিলে প্রকাশিত বইএর সংখ্যা এগারোটি। ‘‘বসন্ত এসে ছুঁয়ে গেছে’’ কাব্যগ্রন্থের কবিতাগুলো রোমান্টিক ধাঁচের হলেও এবারের কবিতা সংকলনে কিছুটা ভিন্নতা আছে। এই কাব্যগ্রন্থের সবগুলো কবিতাই আবৃত্তি উপযোগী। বেশ আগে একজন আবৃত্তিশিল্পী বলেছিলেন তারা আবৃত্তির জন্য নতুন কবিতা খুঁজতে গিয়ে প্রায়ই ঝামেলায় পড়ে যান। মূলত তাদের প্রয়োজন মাথায় রেখেই এই কাব্যগ্রন্থের জন্য ৪৪টা কবিতা নির্বাচন করা হয়েছে। আমার বইএর প্রকাশক মঈন মুরসালিন নিজেও একজন কবি, খুব ভাল কবিতা লিখেন। তার সাথে অল্পবিস্তর আলোচনা শেষে শুধুমাত্র আবৃত্তি উপযোগী কবিতাগুলোকে এই কাব্যগ্রন্থের পাতায় ঠাঁই দেয়া হয়েছে এবং এটি আবৃত্তিশিল্পীদের উদ্দেশ্যে নিবেদিত। কাব্যগ্রন্থ ‘‘বসন্ত এসে ছুঁয়ে গেছে’’ উৎসর্গ করা হয়েছে আমার পছন্দের দুজন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা এবং ফারহানা তৃনাকে।
আমার মতে আবৃত্তিচর্চা বাংলাসাহিত্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। একজন কবি কবিতা লিখেন, আর তাতে প্রাণসঞ্চার করেন একজন আবৃত্তিশিল্পী। তাই এই মাধ্যমটিকে উপেক্ষা করার উপায় নেই, বরং এখন প্রয়োজন শিল্পের এই মাধ্যমটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া। আমার জানামতে আবৃত্তি চর্চার ব্যাপারটা স্বাধীনতার আগে থেকেই শুরু হয়। কিন্তু বাংলাদেশে আবৃত্তির মূল বহিঃপ্রকাশ গোলাম মোস্তফা, ইকবাল বাহার চৌধুরী, হাসান ইমাম এনাদের হাত ধরে। স্বাধীনতা পরবর্তী সময়ে আবৃত্তি সেই অর্থে ভূমিকা না রাখলেও মধ্য সত্তরের দিকে কাজী আরিফ, জয়ন্ত চট্টপাধ্যায় এনাদের সাথে প্রবীন যে আবৃত্তি শিল্পীদের কথা বললাম তারা মিলে আবার আবৃত্তি চর্চা শুরু করেন এবং আশির দশকের শুরুতে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের সময় কবিতা আবৃত্তি এবং থিয়েটার বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে সঙ্গীতসহ বাংলা সাহিত্য-সংস্কৃতির সব মাধ্যমের
জন্য রাষ্ট্রীয় পুরস্কার থাকলেও আবৃত্তি’’র জন্য এরকম কিছু নেই। অথচ ভাষার শুদ্ধ
উচ্চারণকে জনপ্রিয় করে তুলতে বা শুদ্ধ ভাষায় কথা বলা শিখতে হলে তাদের বিকল্প নেই।
বিভিন্ন আঞ্চলিক ভাষার পাশাপাশি ভাষার প্রমিত উচ্চারণকে সংরক্ষণ করতে হলে
আবৃত্তিশিল্পীদের দরকার, একমাত্র তারাই
পারেন বাংলা ভাষার প্রতিটি বর্ণ,
অক্ষর, শব্দের বাচনভঙ্গি সঠিকভাবে উপস্থাপন করতে।
তারা তাদের কাজটা নীরবে করে যাচ্ছেন, এখন প্রয়োজন রাষ্ট্রীয় স্বীকৃতি।
পোস্ট ভিউঃ 7