হোম
গল্প
কবিতা
ছড়া
উপন্যাস
প্রবন্ধ
এটাসেটা
আবৃত্তি
গান
প্রকাশিত বই
ফটো গ্যালারি
ভালোবাসার গল্প
কবিতা
জলের কাছে যাবো
ঝকঝকে কাঁচের দেয়াল-সীসার চাদর
আকাশ ছুঁইছুঁই শহরের কেউ জানেনা
,
আমাদের জানালায় মনখারাপ করা
অনেকগুলো বিকেল ছিল-সন্ধ্যে ছিল
,
আমাদের অনেকগুলো বিদায় সম্ভাষণ ছিল
হৃদয় আর্দ্র করা
, “
আজ তবে আসি
,
নিজের দিকে খেয়াল রেখো
,
ওষুধটা খেয়ো ঠিকমতো
,
রাত জাগবেনা কিন্তু”
...................এরকম আরো কতো কিছু।
বিটুমিনের রাজপথ-জেব্রা ক্রসিং-উড়াল সড়ক
ছুটে চলা ঘড়ির কাঁটা
,
কেউ না জানুক-
রাতজাগা ল্যাম্পপোষ্টগুলো ঠিকই জানতো
,
বাষ্পরুদ্ধ চোখে তারা দেখতো-
দুটো মানুষের আঙুল ছোঁয়ার অসীম তৃষ্ণাটুকু
,
ছায়ার মাপে তারা ঠিক বুঝে যেতো
আমাদের ভালোবাসার গভীরতা কতটুকু!
এই শহরে কোজাগরী রাত নেই
এখানে ডাহুকের ভেজা চোখ
,
নিঃসঙ্গ খন্জনা
কিংবা জোনাকির দেখা মেলেনা
,
এখানে-
নাগরিক বেলি ফুল আর ডোপামিন ভুরভুর সন্ধ্যেয়
সোডিয়াম লাইটের অশরীরী আলোয়-
কাজল চোখের তুমি মৌনতার অর্গল খুলে
উষ্ণতা বিলিয়ে যেতে আর-
দৃষ্টির গভীরতায় ভিজে এক সা হয়ে যেতো
আমাদের অক্ষমতাগুলো।
এই নগরের হাজারো ডুবুরি চোখের মাঝে
লোকের অজস্র কোলাহলের মাঝে
আমরা দুই মিলে এক হতে শিখেছিলাম
,
কারণ আমরা ভালোবেসেছিলাম।
আমাদের ভালোবাসার একটা মিষ্টি পদ্য ছিল
,
শহরের ফুটপাতে-রেস্তোরায়-চৌরাস্তায়-ফোয়ারায়
আমরা ভালোবাসার লিরিক বিছিয়ে ছিলাম।
আমাদের ভালোবাসার দিনগুলো ছিল-
বৃষ্টির শেষে ঝলমলে রোদ্দুরের মতো
,
বিকেলের কার্ণিশ বেয়ে নরম তুলোট আভা
থমকে যেতো তোমার ঠোঁটের কোণটাতে।
আমরা চোখের ইশারায় কথা বলতাম
আর অফিস ছুটির শেষে
,
শ্রাবণ ঘন দিনে
স্টাফ বাসের দিকে তাকিয়ে থাকতাম
,
তোমার অমন অন্ধকার চুল-ঘন জুলফি
লুকোনো হাসি
,
ট্রাফিক জ্যামে হারিয়ে যেতো।
ব্যাক লাইটের দিকে তাকিয়ে থাকতে থাকতে
আমি নিকোটিনের শেষ কুণ্ডলীটা-
আকাশে ছুঁড়ে দিয়ে আপন ডেরায় ফিরতাম।
এই শহরের দেয়ালে সাঁটানো পোস্টার-
ব্যানার-ড্যাংলার-বিলবোর্ড না জানুক
সূতোর প্রান্তে দাঁড়িয়ে আমি ঠিকই জানতাম
,
আমরা একদিন সত্যিই ভালোবেসেছিলাম।
পোস্ট ভিউঃ 79
আপনার মন্তব্য লিখুন
পাঠান