কথোপকথন

কবিতা জলের কাছে যাবো
কথোপকথন

জানালাটা খুলে দাও মাধব
আধো আলো আধো ছায়া আসুক
গা ছমছমে অপার্থিব আলোয় ভেসে যাক ঘর
আজ দুগ্ধধবল জোছনার রাত
দেহত্যাগের এই তো উত্তম সময়,
জানালার কপাট খুলে দাও
আমার গৃহত্যাগী আত্মাটা খোলস ছেড়ে
বেরিয়ে পড়বে এখুনি, এই মাঝ রাতে
সিদ্ধার্থের মতো ছেড়ে যাবে জঙ্গম-স্থাবর
 
ইষাণ কোনের পর্দাটা সরিয়ে দাও
একটু বাতাস আসুক
ঝিরঝিরে হাওয়ায় গুমোট ভাবটা কেটে যাক
আজ আমার মুক্তির রাত
নির্মোক ছেড়ে বের হবার এইতো মোক্ষম সময়,
একটু সরে দাঁড়াও, একটু আড়াল করো
ডেলফির মন্দিরে যেওনা মাধব
পাইথিয়া দিবে না নতুন কোন বার্তা
পারন্যাসাস পাহাড়ের ফাটল মিলিয়ে গেছে
 
দৈববাণী এখন কবির কলমের ফলায়
ক্রায়োজেনিক অনুভূতিতে অস্তিত্ব ডুবে যাক  
ওষ্ঠ গভীরে নিবো বিষাক্ত সায়ানাইড, কিংবা
আমি পান করবো আকণ্ঠ হেমলক
সরীসৃপের মতো ছুঁয়ে যাবে অমৃত গরল ধারা,
ধবল জোছনা স্বাক্ষী-নিশুতি রাত স্বাক্ষী
আর তুমি স্বাক্ষী হে মাধব-
চোরাবালি জীবনের ক্লান্তি সুখে
নারালি পূর্ণিমায় হোক কবির আত্মাহুতি

পোস্ট ভিউঃ 77

আপনার মন্তব্য লিখুন