ফেরারি ভালোবাসা

কবিতা জলের কাছে যাবো
ফেরারি ভালোবাসা

এই যে আমাদের সম্পর্কের এতো টানাপোড়েন-  
তাই বলছি, অফিসের করিডোরে-জানালার ধারে অথবা  
লিফটের গোড়ায় সামনাসামনি দাঁড়িয়ে অনর্গল কথাবলা  
রাতজাগা মুঠোফোনে গল্পের ফুলঝুরি, হোয়াটস অ্যাপ-
ইমো-ভাইবারে ম্যাসেজ চালাচালি না হোক!
তবু একটা কিছু তো হোক! না হয় ঝগড়াই হোক!
 
এরকম মাতাল দিনে ঝগড়াই না হয় হোক-  
         আমাদের যোগাযোগের শেষ মাধ্যম!
 
ছুটির দিনে অথবা অফিস ছুটির শেষে আমরা যেন দিগভ্রান্ত ঘুড়ি  
ঘরে ফেরার তাড়া নেই, পার্কে-মার্কেটে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি
ফুটপাতে-রাজপথে আঙ্গুল ছুঁয়ে, ছুঁয়ে ছুঁয়ে পথচলা না হোক   
আলতো স্পর্শ না হোক, না হোক রুম ডেট কিংবা বাইরে কোথাও  
ঊষ্ণতা ছড়ানো মুহুর্তগুলো না হোক, চুমুর কোলাজ না হোক
মিটিঙের অজুহাতে কিছু না হোক! পাশাপাশি বসা তো হোক!
 
এরকম নিঃসঙ্গ দিনে পাশাপাশি বসাই না হয় হোক-   
                  আমাদের যোগাযোগের শেষ মাধ্যম!   
 
কফি শপ-রেস্তোরাঁর মৃদু আলোয় আমাদের মুখোমুখি বসা না হোক
ফর্ক আর নাইফের টুংটাং, নীচু স্বরে কথাবলা কিংবা পরম মমতায়
ঠোঁটের কোণে জোসনার মতো লেগে থাকা স্যান্ডউইচের টুকরোটা
ওড়নার প্রান্ত দিয়ে মুছে দেয়া না হোক। অভিমান না হোক!
ফাইলের স্তুপের ফাঁক গলে ইশারায় ভাব বিনিময় না হোক
চোখে চোখে কথা না হোক! তবু আড়চোখে দেখা তো হোক!  
 
এরকম বিবাগী দিনে মুহুর্তের তাকিয়ে থাকাই না হয় হোক-  
                         আমাদের যোগাযোগের শেষ মাধ্যম!

 

 

পোস্ট ভিউঃ 72

আপনার মন্তব্য লিখুন