হোম
গল্প
কবিতা
ছড়া
উপন্যাস
প্রবন্ধ
এটাসেটা
আবৃত্তি
গান
প্রকাশিত বই
ফটো গ্যালারি
আমার যাওয়ার কোন জায়গা নেই
কবিতা
জলের কাছে যাবো
এই
শহরের
নিওন
আলোয়
একটা
সময়
স্বপ্ন
ভেসে
বেড়াতো
,
এক
সরোবর
প্রতীক্ষা
নিয়ে
কারো
কাজল
গভীর
চোখ
সেই
স্বপ্ন
মেখে
নিবে
বলে
-
চকোরীর
চোখে
চেয়ে
থাকতো
।
একজন
প্রেমিক
আকাশ
হবে
বলে
জোছনা
ভেজা
বুকে
-
নগরীর
নিস্তব্ধতা
কেড়ে
নিয়ে
রাত
জাগতো
-
কোজাগরীর
উষ্ণতা
মাখবে
বলে
রাত
জাগতো
।
সময়ের
ভাঁজে
আজ
সব
জীর্ণ
অতীত
স্বপ্ন
নেই
,
কারো
প্রতীক্ষার
চোখ
নেই
-
শুধু
আছে
কবর
সমান
নির্জনতা
।
আজ
জমাট
নিস্তব্ধতার
এই
চাদর
ফুঁড়ে
আমার
হারিয়ে
যাবার
জায়গা
নেই
,
যাওয়ার
কোন
জায়গা
নেই
,
দুঃখ
নেই
-
নেই
।
আমার
আমার
যাওয়ার
কোন
জায়গা
নেই
।
পোস্ট ভিউঃ 79
আপনার মন্তব্য লিখুন
পাঠান