আর দেখা হবে না
আর দেখা হবে না
আমরা এখন বিপরীত মেরুর যাত্রী আমাদের আর দেখা হবে না, আমাদের দেখা হতে নেই।

জলের কাছে যাবো

পোড়া চোখে ঘুম নেই
পোড়া চোখে ঘুম নেই
আমার এখনো সেই আকাশটা আছে মনখারাপের বিকেল আছে, চোখ ভাসানো নদীটাও আছে, শুধু পোড়া চোখে ঘুম নেই।

জলের কাছে যাবো

আমার কাছে বাবা মানে
আমার কাছে বাবা মানে
এখন বাবা মানে নিপাট কবরস্থান, বুকের মাঝারে খাঁ খাঁ বিরান ভূমি বাঁশের বেড়ায় ঘেরা একখণ্ড জমি, নিমগ্ন চৈত্রে বিবর্ন কাঠ বাদাম গাছ শুকনো পাতার ভিড়ে জেগে থাকা ঘাস। আমার কাছে বাবা মানে এখন নিঃসঙ্গ বাতাস- কুয়াশা ভেজা আকাশ।

জলের কাছে যাবো